• সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ স্মৃতি ইরানির...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘তৃণমূলের গুন্ডারা মহিলাদের বাড়ি আসত। বাড়ি বাড়ি গিয়ে কোন ঘরের গৃহবধূকে দেখতে সুন্দর সেটাই দেখত। এইভাবে অত্যাচার করা হত সন্দেশখালির মহিলাদের’। রাজ্যে সন্দেশখালির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে কড়া আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি। সেই প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বিবাহিত মহিলাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্ত করা হচ্ছে’। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যা যা বলেছেন তার হিন্দি তর্জমা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে স্মৃতি ইরানি এদিন বলেন, ‘দিনের পর দিন মহিলাদের তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যতক্ষণ না ওদের মন ভরেছে ততক্ষণ কারোর রেহাই নেই’। উল্লেখ্য, এদিন সন্দেশখালি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গণ্ডগোল করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে’।‘
  • Link to this news (আজকাল)