• ফের সীমান্তে সক্রিয় বিএসএফ, উদ্ধার ১ কোটি টাকার সোনা
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সীমান্তে সক্রিয় বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১ কোটি টাকারও বেশি সোনা উদ্ধার করল দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত ১৪৬ এবং ৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, রবিবার সীমান্তে এক সন্দেহজনক ব্যাক্তিকে দেখতে পায় ৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। মেটাল ডিটেক্টরের সাহায্যে তাকে তল্লাশি করা হয়। তখনই তার শরীরের ভেতর থেকে উদ্ধার করা হয় ১২টি সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গে সোনাসহ আটক করা হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় বাংলাদেশের এক বাসিন্দার থেকে সে ওই সোনার বিস্কুট পায়। সীমানা পার করার সময় বিএসএফের হাতে গ্রেপ্তার হয় সে। বনগাঁয় এক বাসিন্দার কাছে ওই সোনার বিস্কুট পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। অন্যদিকে, ১৪৬ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা গোপন সূত্রে সোনা চোরাচালানের খবর পেয়েছিল। এক সন্দেহভাজন যুবককে ভারতের সীমান্তের দিকে আসতে দেখে বিএসএফ জওয়ানরা। সাইকেল থামিয়ে তল্লাশি চালানোর কথা বলতেই ভয় পেয়ে যায় ওই সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির থেকে উদ্ধার হয় চারটি সোনার রড। সাইকেলের হাতলে সেই সোনার রড লুকিয়ে রেখেছিল ধৃত ব্যক্তি। ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ।
  • Link to this news (আজকাল)