• ‌প্রার্থী নয়, দলের হয়ে প্রচারে থাকতে চান মিঠুন, সন্দেশখালির ঘটনা ভাল হয়নি বলেই জানালেন ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রার্থী নয়‌। আসন্ন লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারের কাজেই থাকতে চান ‘‌মহাগুরু’‌ মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, তিনি যদি ভোটে লড়েন তাহলে ৪২টি আসনে কী হবে? সেইসঙ্গে তিনি বলেন, আগামী ১ মার্চ থেকে বিজেপির হয়ে তিনি পরপর প্রচার শুরু করবেন। সেইসঙ্গে জানিয়ে দেন রাজ্যের বাইরে অন্য রাজ্য থেকেও যদি ডাক পান তবে সেখানেও যাবেন তিনি। যদিও এবারের ভোটে মিঠুন যে পুরোদস্তুর প্রচারে থাকবেন তার ইঙ্গিত আগেই পাওয়া গেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার চিকিৎসাধীন মিঠুনকে দেখে বেরিয়ে এসে জানিয়েছিলেন, এবারের ভোটে তাঁরা মিঠুনকে পুরোপুরি প্রচারের কাজে ব্যবহার করবেন। সোমবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে যা মিঠুন নিজেই জানালেন‌। এর পাশাপাশি তাঁকে দেবের দেখতে আসা ও সন্দেশখালির ঘটনা প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। মিঠুন বলেন, দেব খুব ভাল ছেলে। জেনুইন ছেলে। ও দেখতে এসেছিল। তবে রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। অন্যদিকে শুভেন্দু ও সন্দেশখালি প্রসঙ্গে তাঁর অভিমত, সন্দেশখালিতে যেটা হচ্ছে ভাল হচ্ছে না। মানুষের এবার প্রতিবাদ করা উচিত। শুভেন্দুকে এভাবে আটকানো যাবে না। ওকে আটকালে ও ভেঙেচুরে বেরিয়ে যাবে। ও খুব শক্তিশালী একজন নেতা। ওকে আটকানো মুশকিল আছে। আজকে আটকাবেন, কালকে আবার বেরিয়ে যাবে।
  • Link to this news (আজকাল)