লোকসভায় আর দাঁড়াচ্ছেন না সোনিয়া! রায়বেরিলিতে কে'
২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাহুল গান্ধী তাঁর চেনা পরিচিত আসন ছেড়ে জিতে এসেছেন কেরালার ওয়েনাড় থেকে। এবার কি সোনিয়াও ছাড়তে চান রায়বেরিলি? এমনই এক জল্পনা তৈরি হয়েছে। দিল্লির রাজনৈতিক মহলের খবর, সোনিয়া গান্ধিকে পাঠানো হতে পারে রাজ্যসভায়। অন্যদিকে, প্রিয়ঙ্কা গান্ধীকে দাঁড় করানো হতে পারে গান্ধী পরিবারের চির পরিচিত আসন রায়বেরিলি থেকে। তা যদি হয় তাহলে এটাই হবে প্রিয়ঙ্কা গান্ধীর প্রথমবার ভোটের লড়াই।
বাজেট অধিবেশেন বক্তৃতায় প্রধানমন্ত্রী চাঁচাছোলা ভাষায় নিশানা করেন বিরোধীদের। নরেন্দ্র মোদী এমনও বলেন, কেউ কেউ তো রাজ্যসভাতে যাওয়ার চেষ্টাও করছে। বিরোধীদের যা হাবভাব তাতে আরও কয়েক দশক তারা বিরোধী আসনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলেই মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের মধ্যেই সোনিয়া গান্ধীর রাজ্যসভায় যাওয়ার জল্পনা তেজি হয়ে গেল।রাজনৈতিক মহলের খবর রাজস্থান থেকে রাজ্য সভায় মনোনয়ন দেওয়া হতে পারে ৭৭ বছরের সোনিয়াকে। ২০০৬ সালে থেকে রায়বেরিলি থেকে লোকসভায় লড়াই করে আসছেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালের লোকসভা ভোটে আমেঠিতে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সেই ভরাডুবির লোকসভায় সোনিয়া গান্ধী জিতেছিলেন রায়বেরিলি থেকে।বহুদিন থেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনীতিতে নামানোর চেষ্টা করছে কংগ্রেস। লোকসভা ভোটে প্রচার করলেও তিনি এখনও কোনও ভোটে লড়াই করেননি। এবার তাঁর পরিবারের আসন রায়বেরিলি থেকেই মাঠে নামানোর চেষ্টা করছে কংগ্রেস। গত ভোটে প্রিয়ঙ্কা গান্ধীকে এআইসিসির জেনারেল সেক্রেটারির পদে নিয়ে আসে কংগ্রেস। পাশাপাশি তাকে উত্তরপ্রদেশে কংগ্রেসের চার্জও দেওয়া হয়। এবার তাঁকে মাঠে নামানোর চেষ্টা করছে কংগ্রেস, এমনটাই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।