• সন্দেশখালিকাণ্ডে জামিন পাওয়ার পর ফের গ্রেফতার বিকাশ-উত্তম!
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়। জামিন পাওয়ার পর ফের গ্রেফতার উত্তম সর্দার ও বিকাশ সিংহ! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বসিরহাট আদালত চত্বরে।

    ঘটনাটি ঠিক কী? বিকাশ সিংহ বিজেপি নেতা, আর উত্তম সর্দার তৃণমূল। সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় দু'জনকেই। কবে? শনিবার। আজ, সোমবার ধৃতদের জামিন দেয় বসিরহাট আদালত। কিন্তু আদালত যখন বেরোচ্ছিলেন, তখন অন্য একটি মামলায় ফের গ্রেফতার করা হয় উত্তম ও বিকাশকে।  এদিকে বিকাশকে গ্রেফতার করতে এলে, পুলিসকে বাধা দেন তাঁর অনুগামীরা। আদালত চত্বরে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। পুলিসকে ঘিরে ধরে বিজেপি কর্মী-সমর্থকরা। কোনওমতে টেনে হিঁচড়ে ওই বিজেপিকে নেতাকে তোলা হয় ভ্য়ানে। অসুস্থ হয়ে পড়েন বিকাশের স্ত্রী।  রেহাই পাননি উত্তম সর্দারও।এর আগে, জামিন পাওয়ার পর উত্তম সর্দার বলেছিলেন, 'সত্যের জয় হয়েছে। আইন আইনের কাজ করেছে। সিপিএম বিজেপি যেভাবে মা-বোনেদের শিখিয়ে, আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার জবাব। যদি আমি অপরাধী হতাম, তাহলে মহামান্য আদালত আমাকে জামিন দিত না'।সন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ ছিলেন উত্তম। তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন তিনি। তখনও গ্রেফতার হননি। উত্তমকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেন তৃণমূল। জামিন পাওয়ার পর তিনি বলেন, 'দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি। আমি দলের কর্মী ছিলাম, আগামিদিনেও থাকব'।
  • Link to this news (২৪ ঘন্টা)