Sandeshkhali Incident: বাম-বিজেপির জোড়া বিক্ষোভ কর্মসূচি, নিরাপত্তার বজ্র আঁটুনি বসিরহাট এসপি অফিসে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার জোড়া কর্মসূচি বাম-বিজেপির। বসিরহাটের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। বেলা ১২টা থেকে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পর দুপুরে আবার বামেদেরও এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। জোড়া কর্মসূচি উপলক্ষ্যে বসিরহাটের এসপি অফিসের ৫০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কার্যত দুর্গে পরিত হয়েছে এসপি অফিস।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)