ED Raid: সাতসকালে দল বেঁধে হানা শহরের ৬ জায়গায়, রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ED raid in Ration Distribution Scam:
রেশন দুর্নীতি মামলায় ফের কোমর বেঁধে নামল ইডি (Enforcement Directorate)। মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক-সহ কলকাতার ৬টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হানা দেন গোয়েন্দারা। তার পর কয়েকটি দলে ভাগ হয়ে কলকাতার পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, বাগুইআটি, কৈখালি-সহ পাঁচটি জায়গায় হানা দেন তাঁরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।