রবিবারই শেষ হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কয়েক মাস আগে ঘটে যাওয়া সিনিয়রদের পরাজয়ের ধারা অব্যাহত রেখে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে টিম জুনিয়র ইন্ডিয়াও। আর, তারপরই যত না অস্ট্রেলিয়ার সমর্থকরা উচ্ছ্বাস দেখিয়েছেন, তার চেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেল কাঁটাতারের ওপারে পাকিস্তান এবং বাংলাদেশে।