• ‌মঙ্গলবার সন্দেশখালিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সন্দেশখালিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল‌। প্রতিনিধি দলটিতে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ছাড়াও আছেন জেলায় দলের আরও চার নেতা। তাঁরা সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে ও সমস্ত খোঁজখবর নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে রিপোর্ট দেবেন। এবিষয়ে নারায়ণ গোস্বামী বলেন, ‘‌বারাসত থেকে দুপুর দেড়টা নাগাদ আমরা রওনা দেব। এই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ছয়। আমাদের সবসময়ই চেষ্টা রয়েছে ওই এলাকায় যাতে দ্রুত শান্তি ফিরে আসে।’‌ ইতিমধ্যেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলগুলিকেও আটকে দেওয়া হয়েছে ১৪৪ ধারার কথা বলে। এবিষয়ে নারায়ণ বলেন, ‘‌যেখানে ১৪৪ ধারা আছে সেখানে আমরা যাব না।’‌ প্রতিনিধি দলের কাজের প্রসঙ্গে এদিন নারায়ণ জানিয়েছেন, ‘‌আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে চাইব‌। তাঁরা কী বলছেন বা তাঁদের যদি কোনও ক্ষোভ থাকে সেটাও আমরা জেনে সেই রিপোর্ট দলীয় উচ্চ নেতৃত্বের কাছে পাঠাবো।’‌ ইতিমধ্যেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সরদারকে। কিন্তু শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ ওঠা সত্ত্বেও তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সেই প্রসঙ্গে উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি বলেন, দলের তরফে যে চারজনের একটি প্রতিনিধি দল তৈরি করা হয়েছিল সেই কমিটি উত্তমের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু শিবুর বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। যদিও মঙ্গলবার যে প্রতিনিধি দল সন্দেশখালিতে যাচ্ছে তারা যদি কোনও প্রমাণ পায় তবে শিবুর বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়ে নেবে। 
  • Link to this news (আজকাল)