ঠিক যেন হাওয়াই চটি। নীল-সাদা। আর এই হাওয়াই চটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। হাওয়াই চটি সাধারণ জীবনে পথ চলার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় হলেও রাজনৈতিক আঙিনায় এর গুরুত্ব ‘অপরিসীম’। তা অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সৌজন্যেই। মুখ্যমন্ত্রীর পায়ের নীল-সাদা হাওয়াই চটি নিয়ে নানা কৌতুকও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়ে। তবে এবার নজর কেড়েছে ডুয়ার্স (Dooars) ফান সিটির (Fun City) এক সেলফি পয়েন্ট (Selfie Point)। সেখানে তৈরি করা হয়েছে সিমেন্ট- বালি-পাথর দিয়ে একটি বিশালাকার নীল-সাদা হাওয়াই চটি। সেই চটি দেখতেই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা (Tourists)। তবে নীল, সাদা এই হাওয়াই চটি কার? তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে।