Ashok Chavan: মহারাষ্ট্রে তুলকালাম, হাত ছেড়ে পদ্ম তুলে কংগ্রেসকে ঝটকা অশোক চহ্বানের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Former Maharashtra CM Ashok Chavan:
দেশের বিভিন্ন রাজ্যে ধুঁকতে থাকা কংগ্রেসের কফিনে আরেকটা পেরেক পুঁতে দিল বিজেপি। দেশজুড়ে দলের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’র মধ্যেই মহারাষ্ট্র কংগ্রেস ফের ভাঙনের মুখে পড়েছে। রাজ্যে দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান দল ছেড়েছেন। তার একদিন বাদেই যোগ দিলেন বিজেপিতে।