IND vs ENG: মোদির রাজ্যে ঢোকার আগেই বিপত্তি! পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনারকে হেনস্তার বিরাট ‘অভিযোগ’ বিমানবন্দরে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
India vs England 3rd test at Rajkot:
সোমবারই দুবাই থেকে রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে পা রেখেছে ইংল্যান্ড শিবির। সমস্ত ইংরেজ ক্রিকেটারই ভারতে ফিরে এসেছেন। তবে বিমানবন্দরে আটকে যেতে হল স্পিনার রেহান আহমেদকে। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারলেন না রেহান। একাধিক প্রচারমাধ্যমে বলা হয়েছে, রেহানের ইমিগ্রেশন পদ্ধতির জন্য আবু ধাবি বিমানবন্দরে আটকে যেতে হল ২ ঘন্টা। পরে আপদকালীন ভিত্তিতে ভিসা ইস্যু করে ভারতে যেতে হল।