Team India: ধোকলা-থেপলাতেই পেট ভরাতে হবে! মোদির রাজ্যে আমিষ না পেয়ে মাথায় হাত সরফরাজদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Team India in Rajkot:
মঙ্গলবারই (১৩ ফেব্রুয়ারি) গুজরাতে পা রাখছে টিম ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে তৃতীয় টেস্ট। ১০ ফেব্রুয়ারিই স্কোয়াড ঘোষণা হয়ে গেছিল। এবার যেখানে খেলা, সেখানকার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দিন দুই আগে পৌঁছনো। রাজকোটও যেন সেজেই বসে আছে টিম ইন্ডিয়ার সদস্যদের অভ্যর্থনা জানাতে।