Kiss Day 2024: প্রেম দিবসের আগে চুটিয়ে উপভোগ করে নিন চুমু দিবস, জেনে নিন চুমুর ভাষা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Body: Happy Kiss Day 2024 Date:
প্রেমে জোয়ার আনার জন্য চুমু বা কিস অতীতকাল থেকে সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভালোবাসার এই কায়দাকে স্বীকৃতি দিয়ে বিশ্বজুড়ে ৬ জুলাই পালিত হয় আন্তর্জাতিক চুমু দিবস। তার পাশাপাশি ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন সপ্তাহেও চুমু দিবস পালনের চল আছে। আর, সেই দিনটি হল ভ্যালেন্টাইন বা প্রেম দিবসের ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। এর পাশাপাশি, ব্রিটেনে ১৯৯০ সাল থেকে ২২ জুন পালিত হয়ে আসছে জাতীয় চুমু দিবস।