• মুক্তিযুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৩ ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জয়ন্ত আচার্য: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিন ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন আমিনুজ্জামান ফারুক, মখলেসুর রহমান এবং একেএম আকরাম হোসেন। সোমবার দুপুরে বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে এই রায় দেওয়া হয়। রবিবার বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, সোমবার রায় ঘোষণা হবে। জানা গিয়েছে, নকলার এই তিন আসামি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুসলিম লিগের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা নকলা এলাকায় বিভিন্ন স্থানে মুক্তিকামী জনতার উপর নির্যাতন চালায়। ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত এই তিন ব্যক্তি। ২০১৭ সালের ২৬ জুলাই চার আসামির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৮ সালের ৩০ আগস্ট চার আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে বিচার চলাকালীন মারা যান এমদাদুল হক নামে এক আসামি।
  • Link to this news (আজকাল)