• তৃতীয় টেস্টেও বাদ রাহুল, জাদেজার খেলার সম্ভাবনা
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে নেই ভারতের মিডল অর্ডারের সিনিয়র ব্যাটার কে এল রাহুল। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টেও চোটের জন্য খেলতে পারেননি রাহুল। ভারতীয় দলে রাহুলের বদলি হিসাবে স্থান পেয়েছে কর্ণাটকের উদীয়মান বাঁহাতি ব্যাটাল দেবদত্ত পাডিক্কল। বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি তিনটি টেস্টে রাহুলকে খেলতে হবে ফিটনেট পরীক্ষায় পাশ করতেই হবে। রাজকোটে তৃতীয় টেস্টের আগে রাহুল ৯০ শতাংশ ফিট হয়েছে। তবে টেস্ট ম্যাচ পাঁচদিনের খেলা। তাই ১০০ শতাংশ ফিট না হলে রাহুলকে দলে রাখা হল না। রাহুল বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। যদি রাহুল ১০০ শতাংশ ফিট হন তবে চতুর্থ টেস্টে তাঁকে ফেরানো যেতে পারে বলেই বিসিসিআই সূত্রে খবর। পাঁচ টেস্টের সিরিজ বর্তমানে ১-১ ফলে ড্র রয়েছে। তাই আগামী তিনটি টেস্টের গুরুত্ব অনেকটাই বেশি। তবে তৃতীয় টেস্টে ম্যাচ ফিট থাকলে খেলতে পারেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে পাডিক্কলকে নিয়ে অনেকটাই আশাবাদী ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। ২৩ বছরের পাডিক্কল এবারের ঘরোয়া সিজনে পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ঝলঝকে ইনিংস খেলেছেন। রাহুলের অনুপস্থিতি কতটা কাজে লাগাতে পারে পাডিক্কল সেটাই দেখার।   
  • Link to this news (আজকাল)