• শাকিব যুগ শেষ, তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে শেষ হতে চলেছে শাকিব আল হাসানের জামানা। সোমবার তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করা হল। প্রধান নির্বাচক পদে নিযুক্ত হন গাজি আশরাফ হোসেন। এতদিন পর্যন্ত শাকিবই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। তবে ওডিআই বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান। টেস্ট থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দেন। তবে ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত টি-২০ তে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শাকিব। কিন্তু তাঁর ওপর আস্থা হারিয়েছে বোর্ড কর্তারা। বিশ্বকাপে শাকিবের নেতৃত্বে ভাল খেলেনি বাংলাদেশ। চোটের জন্য বিশ্বকাপে যে দুটো ম্যাচ খেলেননি, তাতে অধিনায়কের দায়িত্ব পালন করেন শান্ত। নিউজিল্যান্ড সফরেও তিন ফরম্যাটেই অস্থায়ী অধিনায়ক ছিলেন বাংলাদেশের ব্যাটার। এবার শান্তকেই পূর্ণ দায়িত্ব দেওয়া হল। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বৈঠক বসে। তারপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, "বৈঠকে নেতৃত্ব নিয়ে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছে। সবার মত নিয়েই শান্তকে তিন ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।" মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। সেটা দিয়েই অধিনায়ক হিসেবে হাতেখড়ি হবে শান্তর। সাধারণ ক্রিকেটার হিসেবে শাকিব টি-২০ বিশ্বকাপের দলে থাকে কিনা সেটাই দেখার। 
  • Link to this news (আজকাল)