• দিল্লিতে ৬ টি আসনে লড়াইয়ের ইচ্ছা আপের, কংগ্রেসকে ছাড়া হল একটি আসন...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। ইন্ডিয়া জোটের কাছে ফের বড় ধাক্কা। মঙ্গলবার আপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তাঁরা দিল্লিতে ৬ টি আসনে লড়বেন। কংগ্রেসকে একটি আসন ছাড়বেন। দিল্লিতে কংগ্রেসের আগের ফলাফল বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে আপ। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আসনরফা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কংগ্রেস। তাই বাধ্য হয়ে আপের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে এদিন জানিয়ে দিলেন আপ নেতা সন্দীপ পাঠক। এদিন সাংবাদিকদের তিনি বলেন, কংগ্রেস এবং আপের মধ্যে আসনরফা নিয়ে ৮ এবং ১২ জানুয়ারি বৈঠক হয়েছে। বৈঠক ভালো হলেও আসনরফা নিয়ে কোনও কথাই হয়নি। কংগ্রেস বর্তমানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছে। তাই আসনরফা নিয়ে আলোচনায় দেরি হচ্ছে। তবে আপের পক্ষ থেকে কংগ্রেসের অনেক শীর্ষ নেতার সঙ্গেই এবিষয়ে বৈঠক করা হয়েছে। সেখানেও কোনও ফল বের হয়নি বলে এদিন জানিয়ে দেন এই আপ নেতা। আপের দাবি, দিল্লিতে লোকসভা এবং বিধানসভা দুটি জায়গাতেই কংগ্রেসের কোনও আসন নেই। লোকসভায় সেদিক থেকে বিচার করতে হলে কংগ্রেসকে একটি আসনও ছাড়া উচিত নয়। তবে ইন্ডিয়া জোটের কথা মাথায় রেখে আপ কংগ্রেসকে একটি আসন ছেড়েছে। যদি এবিষয়ে কংগ্রেস আগামী কয়েকদিনের মধ্যে আলোচনা না করে তবে তাঁরা ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন। প্রসঙ্গত, ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির সাতটি আসনেই বিজয়ী হয়েছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবারেও তাঁরা সাতটি আসনেই জয়লাভ করবে।  
  • Link to this news (আজকাল)