• সৌরশক্তি ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর, শুরু হল ‘পিএম সূর্য ঘর’...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সৌরশক্তিতে জোর কেন্দ্রীয় বিজেপি সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় ঘোষণা। শুরু করা হবে পিএম সূর্ষ ঘর, মুফত বিজলি যোজনা। যেসমস্ত গরিবদের ঘরে এখনও বিদ্যুতের আলো পৌঁছয়নি সেখানে প্রতি মাসে ৩০০ উইনিট বিদ্যুত দেওয়া হবে বিনামূল্যে। এই কাজে খরচ হবে ৭৫ হাজার কোটি টাকা। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, দেশের মানুষকে সুবিধা দিতে শুরু করা হবে পিএম সূর্য ঘর। দেশের এক কোটি গরিবদের জন্য এই যোজনা করা হল। এরফলে দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে বিদ্যুতের আলো পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিরাচরিত শক্তির উৎস থেকে সরে গিয়ে এবার অচিরাচরিত শক্তিতে জোর দেবে ভারত। ফলে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি সাধারণ মানুষ অনেক বেশি সুবিধা পাবেন। একটি লিঙ্ক শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, যারা আগে আবেদন করবেন তাঁদের আগে সুযোগ দেওয়া হবে। দেশের বহু প্রত্যন্ত গ্রামে এখনও বিদ্যুতের সমস্যা রয়েছে। তাকে মেটাতেই এই যোজনা বলে জানান প্রধানমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)