• ‌ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, আসন্ন শীত বিদায়
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শীত বিদায়ের আগে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। হাওয়া অফিসের সূত্র জানিয়েছে বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। তার জেরে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এই জেলাগুলির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকায়। এই জেলাগুলিতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলায়। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.‌৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার আর সম্ভাবনা নেই। বৃষ্টির পর ধীরে ধীরে বিদায় নেবে শীত, জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)