Saraswati Temple: বাংলার সরস্বতী মন্দির, শুধু বসন্তপঞ্চমী নয়, শতাব্দী ধরে আজও নিত্যপূজিতা দেবী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
Saraswati Puja in West Bengal:
বসন্তপঞ্চমী তিথিতে ঘটা করে বিগ্রহ বাড়িতে এনে দেবীর পায়ের কাছে দোয়াত, খাগের কলম এগিয়ে দেওয়া নয়। সরস্বতী পুজোই বাঙালির আসল ভ্যালেন্টাইন’স ডে। এহেন সংলাপে আধুনিকতা আর পৌরাণিকতাকে মেশানোর চেষ্টাও নয়। আবার, কৃষিপ্রধান দেশ, নদীমাতৃকতা থেকে দেবীর আবির্ভাব মার্কা তত্ত্ব আউড়ানোও নয়। এই মন্দিরে সারাবছর হিন্দুদের বিদ্যার দেবী সরস্বতীর পুজো হয়। নতুন শুরু হয়নি। একশো বছরেরও বেশি সময় ধরেই এমনটা চলছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)