• Sabuj Kali: দেবীর বর্ণ এখানে সবুজ, সরাসরি দর্শন দিয়েছিলেন সাধককে, জাগ্রত বিগ্রহ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • West Bengal Sabuj Kali:

    দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী। বাংলা কালী সাধনার ক্ষেত্র। বাংলায় দেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পূজিতা হন। কালী মানেই দেবীর গায়ের বর্ণ কালো। এমনটাই পৌরাণিক ভাবনা অনুযায়ী প্রচলিত। কোথাও অবশ্য নীল বর্ণের দেবীকেও দেখতে পাওয়া যায়। সেখান থেকে অনেকটাই আলাদা নারকেলতলার অধিকারী বাড়ির গৃহমন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালী। তাঁর গায়ের রং সবুজ। গত ৮ ফেব্রুয়ারি ছিল এই মন্দিরের ৭৩তম প্রতিষ্ঠাদিবস। মূল মন্দিরটি আকারে ছোট। যা বর্তমানে দেখভাল করেন দেবজ্যোতি অধিকারী। মন্দিরের নাম- শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির। দেবী এখানে চতুর্ভুজা। তাঁর একহাতে রয়েছে ত্রিশূল। একহাতে রয়েছে খড়্গ। এছাড়াও হাতে রয়েছে নরমুণ্ড।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)