• পাকিস্তানে খেলতে রাজি নয় আন্তর্জাতিক ক্রিকেটাররা, সমস্যার মুখে পিএসএল...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুরু হওয়ার আগেই সমস্যায় পাকিস্তান সুপার লিগ। পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে বেঁকে বসেছে একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার। পিএসএলের সঙ্গে একই সময় দেশের বিভিন্ন প্রান্তে চলবে আরও ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই এই স্থানীয় টি-২০ টুর্নামেন্টে খেলার অনুমতি দিচ্ছে না বিশ্বের একাধিক বোর্ড। তাতে বড় ধাক্কা খেয়েছে পিএসএলের ছটি দল। পাকিস্তানের লিগ ছেড়ে এসএ ২০, আইএলটি ২০, বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বেছে নিচ্ছে ক্রিকেটাররা। চোটের জন্য সদ্য ছিটকে যান ইংল্যান্ডের রিসি টপলে। একাধিক প্লেয়ারকে পাবে না মুলতান সুলতানস। টপলেকে পিএসএল খেলার ছাড়পত্র দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এই তালিকার রয়েছে একাধিক বোর্ডও। লুঙ্গি এনগিডি, ওয়ানান্দু হাসারাঙ্গা পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও না খেলার তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ, ম্যাথিউ ফোর্ডে এবং আকিল হোসেন। দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামশি, রসি ভ্যান ডার দুসেনকেও পাওয়া যাবে না। এছাড়াও এই তালিকায় আছেন ইংল্যান্ডের জেমস ভিন্সে। আফগানিস্তানের নুর আহমেদ এবং নবীন উল হককেও পাওয়া যাবে না। তিন লিগ চলাকালীন আন্তর্জাতিক প্লেয়ার পাওয়া মুশকিল। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্টের উইন্ডো রিভিউ করার দাবি জানিয়েছে পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজি। তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে একাধিক আন্তর্জাতিক সিরিজ চলে। তাই পিএসএলের সময় পরিবর্তনই একমাত্র সুরাহা। 
  • Link to this news (আজকাল)