• ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন ফতোয়া জারি বোর্ডের
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের জন্য এবার কড়া বার্তা দিল বোর্ড। আন্তর্জাতিক টুর্নামেন্টের অঙ্গ না হলে এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে না থাকলে, ক্রিকেটারদের রঞ্জি ট্রফি খেলার আর্জি জানাল বিসিসিআই। জাতীয় দলের হয়ে টুর্নামেন্টে অংশ না নেওয়া ক্রিকেটারদের রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিল বোর্ড। এই বার্তা ঈশান কিষাণ ইস্যুতে নয়া মোড় নিল। ফিট হওয়া সত্ত্বেও রঞ্জিতে খেলছেন না ভারতীয় উইকেটকিপার ব্যাটার‌। দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে ছাড়ার পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি ঈশান। শেষবার রিলায়েন্স স্টেডিয়ামে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায় তাঁকে। এর আগে রাহুল দ্রাবিড় ভারতীয় উইকেটকিপারকে রঞ্জিতে খেলার পরামর্শ দেন। কিন্তু তিনি তোয়াক্কা করেনি। নিজের রাজ্য ঝাড়খণ্ডের হয়ে না খেলে বারোদায় ট্রেনিং করেন। তাতে বোর্ডের কর্তারা ক্ষুব্ধ। বোর্ডের এই ফতোয়ার পর আশা করা যাচ্ছে জামশেদপুরে রাজস্থানের বিরুদ্ধে ঝাড়খণ্ডের হয়ে খেলবেন ঈশান। ক্রুনাল পাণ্ডিয়া এবং দীপক চাহারেরও রঞ্জিতে খেলার কথা। বোর্ডের এক সূত্র বলেন, "প্লেয়াররা শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলকে গুরুত্ব দিতে পারে না। তাঁদের ঘরোয়া ক্রিকেটও খেলা উচিত। রাজ্যের দলের হয়েও কমিটমেন্ট থাকা দরকার।" বোর্ড মনে করছে, জানুয়ারি থেকেই অনেক ক্রিকেটার আইপিএল মোডে ঢুকে পড়েছে। বারোদায় হার্দিক এবং ঈশানের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় ক্রুণাল পাণ্ডিয়াকেও। 
  • Link to this news (আজকাল)