• বিজেপির বসিরহাট এসপি অফিস অভিযানে ধুন্ধুমার, লাঠি, কাঁদানে গ্যাস ...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বসিরহাটে ধুন্ধুমার। রাজ্য বিজেপির বসিরহাট এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল পুলিশ সুপারের অফিস সংলগ্ন এলাকা। আগে থেকেই এই কর্মসূচি জানায় এদিন গোটা এলাকায় মোতায়েন করা হয়েছিল বিরাট সংখ্যক পুলিশ বাহিনী। এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। পুলিশ সুপারের অফিস পর্যন্ত ত্রিস্তরীয় নিরাপত্তা গড়ে তোলে পুলিশ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন বিজেপি কর্মীরা। বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি শুরু হয়। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তাদের কর্মীরা ইঁট ছোঁড়েননি। প্রথমে পুলিশ পিছু হটলেও এরপর লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশের লাঠির আঘাতে বিজেপি কর্মীরা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর কথায়, পুলিশ বিজেপি কর্মীদের ওপর হামলা করেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। এরপরেই কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সুকান্তর নেতৃত্বে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।
  • Link to this news (আজকাল)