• বাংলাদেশের খালে রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ! কীভাবে মৃত্যু দক্ষিণরায়ের'
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণত উল্টো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃ্ত্যু হয়েছে সাধারণ মানুষের। কিংবা মাছ বা মীন বা কাঁকড়া বা মধু সংগ্রহের সময়ে দক্ষিণরায়ের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? হ্যাঁ, সেই খবরই মিলল এবার। তবে কার আক্রমণে মৃত্যু তা পরিষ্কার নয়।

    সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়েল বেঙ্গল টাইগারের দেহ। দেহটি উদ্ধার করেছেন বনরক্ষীরা।গতকাল, সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকার একটি খালে বাঘের ভাসমান দেহ চোখে পড়ে। তারপর, কী ঘটেছে, দেখতে গিয়ে তাঁরা প্রকৃত ব্যাপারটি বুঝতে পারেন। বাঘটির দেহও উদ্ধার করা হয়। বাঘের দেহটিকে আপাতত বন বিভাগের কচিখালি স্টেশন কার্যালয়েই রাখা হয়েছে।খুলনার বন সংরক্ষক বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিমও ইতিমধ্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বনের রাজার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (২৪ ঘন্টা)