সন্দেশখালিকাণ্ডের জের' রাজ্যপালের কনভয়ে ঢুকে পড়ল অন্য গাড়ি!
২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সন্দেশখালিকাণ্ডের জের? দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়ে ঢুকে পড়ল অন্য গাড়ি! ধাক্কা মারল কনভয়ের একটি গাড়িতে! কীভাবে? তদন্ত পুলিস। আটক করা হয়েছে ওই গাড়িটিকে।
রাজভবন সূত্রে খবর, দিল্লিতে গেলে বঙ্গভবনে থাকেন না রাজ্যপাল। ব্য়তিক্রম ঘটেনি এবারও। পুসা এলাকায় কেন্দ্রীয় সরকারের গেস্ট হাউসে রয়েছে বোস। এদিন সন্ধ্যায় একটি বৈঠকে সেরে সেই গেস্ট হাইসের দিকেই যাচ্ছিলেন তিনি। তখন রাজ্যপালের কনভয়ে ঢোকে পড়ে অন্য গাড়িটি! গাড়িটিকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু চালক থামেননি।তারপর? রাজ্যপালের গাড়ির পিছনে চলে যায় ওই গাড়িটি। এমনকী, কনভয়ে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগেও! কনভয় অবশ্য থামানো হয়নি। কনভয়ের পিছু নিয়ে গেস্ট হাউস পর্যন্ত পৌঁছে যায় ওই গাড়িটি। খবর দেওয়া হয় থানায়। গাড়ির চালককে গ্রেফতার করে দিল্লি পুলিস।এর আগে, গতকাল সোমবার সন্দেশখালিতে গিয়েছিলন রাজ্য়পাল। যখন স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলছিলেন, তখন বোসের সামনে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। রাজ্যপালের কড়া বার্তা, 'বাড়িতে ঢুকে মহিলাদের উপর অত্যাচার করছে গুন্ডারা। রবীন্দ্রনাথের বাংলায় এমন হতে পারে না। আমরা ক্ষমতায় যা সম্ভব করব'। এরপর আজ, মঙ্গলবার দিল্লি থেকে ফোনে সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা বলেন। সেকারণেই ষডড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে, অনুমান রাজভবনে।