• Saraswati puja: ঐতিহ্য হারাচ্ছে কাঠের শ্লেট-চক, ‘স্মার্ট হাতে খড়িতে’ মন মজেছে শিশুদের   
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • হিন্দু ধর্ম অনুসারে মা সরস্বতী হলেন বিদ্যার আরাধ্য দেবী। প্রায় প্রত্যেক সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষ্যে  বাঙালি বাড়িতে ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন। ছাত্র-ছাত্রীদের কাছে সরস্বতী পুজো নিঃসন্দেহেই এক  বিশেষ মাহাত্ম্য বহন করে।  বাড়ির পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রাঙ্গনে মা সরস্বতীর আরাধনা করা হয়।

    সরস্বতী পুজোর দিন বাচ্চাদের হাতেখড়ি দেওয়ানোর রীতি প্রচলিত আছে। হাতেখড়ি আক্ষরিক ভাবে দেবী সরস্বতীকে সাক্ষী রেখে, তাঁর  আশীর্বাদ নিয়ে পড়াশুনার জগতে প্রবেশের আনুষ্ঠানিক সূচনা। এদিনই অক্ষরের সঙ্গে বাচ্চাদের হাতেখড়ির মাধ্যমে প্রথম পরিচয় পর্বটা হয়ে থাকে। মা, বাবা সেই সঙ্গে ঠাকুরমশাই শিশুর হাত ধরে শ্লেটের উপর তাকে খড়ি দিয়ে অ, আ ক, খ থেকে শুরু করে A B C D লেখা শেখান। এভাবেই শিক্ষার জগতে প্রথম আনুষ্ঠানিক ভাবে প্রবেশ ঘটে বাচ্চাদের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)