• Saraswati Puja 2024: কেন দেবী সরস্বতীর এত জনপ্রিয়তা কালনাতে, নেপথ্যের প্রাচীন ইতিহাস জানেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • বিদ্যা ও জ্ঞানের দেবী হলেন সরস্বতী। হিন্দু ধর্মমতে সৃষ্টির দেবতা ব্রহ্মাই প্রথম তাঁর স্ত্রী সরস্বতীর পুজো করেন। পরে গোটা জগতে দেবী সরস্বতীর পুজো প্রতিষ্ঠা পায়। তার মধ্যে এই বাংলারই পূর্ব বর্ধমানের কালনা যেন দেবী সরস্বতীর সর্বশ্রেষ্ঠ আরাধ্যভূমি হিসাবে পরিচিতি বহন করে চলেছে। দুর্গোৎসব বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলেও বহু কাল ধরে কালনার বাসিন্দারা সরস্বতী পুজোকেই তাঁদের সর্বশ্রেষ্ঠ উৎসব হিসাবে মান্যতা দিয়ে আসছেন। কিন্তু কেন দেবী সরস্বতী কালনাতেই এত জনপ্রিয়তা পেলেন,তা হয়তো অনেকের কাছেই অজানা রয়ে আছে। তবে এর সঙ্গেও জড়িয়ে রয়েছে শিক্ষাকেন্দ্রিক এক প্রাচীন ইতিহাস ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)