• ‌ রাতটুকু ছিল বন্ধ, বুধবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কৃষক আন্দোলন ঘিরে ফের উত্তাল দেশ। দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। মঙ্গলবার রাতে পদযাত্রা বন্ধ রাখলেও, আজ বুধবার সকাল থেকেই ফের দিল্লির উদ্দেশে রওনা দেবে কৃষক সংগঠনগুলি। প্রসঙ্গত, মঙ্গলবার পাঞ্জাব–হরিয়ানা সীমান্তে বিক্ষোভকারীদের সঙ্গে ধুন্ধুমার হয় পুলিশের। বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইন সহ একাধিক দাবি নিয়ে ফের পথে নেমেছেন কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের কৃষকরা ২০০টিরও বেশি কৃষক সংগঠনের নেতৃত্বে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে। বিক্ষোভ কর্মসূচি দীর্ঘদিন চলার ইঙ্গিত দিয়ে অন্তত ৫০০ দিনের খাবার, জ্বালানি মজুত রেখেছেন কৃষকরা। এদিকে, কর্মসূচি শুরু হওয়ার পর মঙ্গলবার পাঞ্জাব–হরিয়ানা সীমান্তে পুলিশ আন্দোলনকারী কৃষকদের আটকায়। কৃষক–পুলিশ সংঘর্ষ শুরু হয়। আটক করা হয় বহু কৃষককে। তবুও দমানো যায়নি আন্দোলনকারীদের। বুধবার ফের দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবেন কৃষকরা। 
  • Link to this news (আজকাল)