• সঙ্গিনী দখলের লড়াইয়ে গুরুতর আহত, চারদিন পর মৃত্যু দাঁতালের ...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: ভালবাসার দিনের আগেই চিরবিদায় নিল সঙ্গিনী দখলের লড়াইয়ে পরাজিত দাঁতাল। প্রতিপক্ষের নির্মম আঘাতে ভেঙ্গে গিয়েছিল তার কোমড় ও পা। চিকিৎসা শুরু হলেও হারিয়ে ফেলেছিল উঠে দাঁড়ানোর ক্ষমতা। একদিন আগে থেকে খাওয়াদাওয়াও বন্ধ করে দেয় সে। অবশেষে সোমবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশালাকার এই দাঁতাল। মঙ্গলবার জলদাপাড়া জাতীয় উদ্যানের তিতি"র জঙ্গলে ভেতরে হলং নদীর ধারে হাতিটির শেষকৃত্য সম্পন্ন হয়।সঙ্গিনী দখল ও জঙ্গলের অধিপত্য ধরে রাখতে বিগত শুক্রবার আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর দুটি হাতির লড়াই বেঁধেছিল। এই তুমুল লড়াইয়ে প্রতিপক্ষের আঘাতে এই হাতিটি পরাজিত ও গুরুতর আহত হয়। লড়াইয়ে হেরে পালিয়ে যাওয়ার সময় তিতির ৪ নং কম্পার্টমেন্টের জঙ্গলে হলং নদীতে পড়ে যায় হাতিটি। সেখানেও তার উপর হামলা করে প্রতিপক্ষ। হাতিটির নদীতে পড়ে থাকার খবর জানতে পেরে বনকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে জেসিবি দিতে নদী থেকে উদ্ধার করে। তবে পা ও কোমড়ের হাড় ভেঙ্গে যাওয়ায় সেটি আর উঠে দাঁড়াতে পারেনি। হলং নদীর ধারেই বনকর্মীরা তার চিকিৎসা শুরু করলেও- হাতিটির সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত কম বলেই তাঁরা জানিয়েছিলেন। অবশেষে ঘটনার চারদিন পর সোমবার রাতে দাঁতাল হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পর তিতি"র জঙ্গলে হলং নদীর ধারে হাতিটির দেহ পুড়িয়ে ফেলা হয়েছে।
  • Link to this news (আজকাল)