• বৃষ্টিতে ভিজবে সরস্বতী পুজোর সন্ধে, কবে মিলবে স্বস্তি জানাল হাওয়া অফিস
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • অয়ন ঘোষাল: বুধবার সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায়। বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পর্বে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। মালদা ও দিনাজপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

    কবে কোন জেলায় বৃষ্টি১৪ ফেব্রুয়ারি: বুধবারবৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতাতে ও হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আট জেলায়।১৫ ফেব্রুয়ারি: বৃহস্পতিবারকলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গেবাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আগামী দু-তিন দিনে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।বৃষ্টির সম্ভাবনা কবে কেমন১৪ ফেব্রুয়ারি: বুধবারবজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা মালদা  উত্তর ও  দক্ষিণ দিনাজপুরে।বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।১৫ ফেব্রুয়ারি:বৃহস্পতিবারহালকা বৃষ্টির সম্ভাবনা মালদা  উত্তর ও  দক্ষিণ দিনাজপুরে।কলকাতাবুধবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্সদের দিন থাকবে মেঘলা আকাশ । সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। পরের দিন বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশ।
  • Link to this news (২৪ ঘন্টা)