বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস খাল টপকে গিয়ে পড়ল ওপারে, তারপর...
২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
অরূপ লাহা: যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পার করে গিয়ে পড়ল ওপারে। মঙ্গলবার এমনই রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের নতুনগ্রামে। বাসের গতি এতটাই বেশী ছিল যে, ডিভিসির একটি ২০ ফুটের সেচখাল টপকে গিয়ে বাসটি পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনায় কমবেশি ৪৫ জন জখম হন। দুর্ঘটনার পরই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে ।মৃতের নাম সেখ ইনামুল হক(২৫)।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতাড় থানার পুলিস। জানা য়াচ্ছে কলকাতা-কান্দি-বহরমপুর রুটের বেসরকারী ওই যাত্রীবোঝাই বাসটি বাদশাহি রোড ধরে কান্দি অভিমুখে যাওয়ার সময় নতুনগ্রাম পেট্রোল পাম্পের সামনে ডিভিসি সেচ খালের উপর নির্মিত ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সেটি সেচ খাল পেরিয়ে উল্টে যায়। তার আগে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। বাসযাত্রীদের মধ্যে অধিকাংশেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।পুলিস ও স্থানীয়দের প্রাথমিক অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দা সম্রাট পাল বলেন, বেপরোয়া বাসের গতির কারণেই বাসটি ২০ ফুটের সেচখাল টপকে যায়। সেচখালের জলে না পড়ায় টপকে যাওয়ার ফলে যাত্রীরা প্রাণে বেঁচে যান।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নতুন গ্রামের বাসিন্দারা উদ্ধার করেন বাস যাত্রীদের। দুর্ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ গিয়ে গুরুতর জখমদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
তাদের মধ্যে গুরুতর জখমদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা পুলিস সুপার আমন দীপ জানান, এখনো পর্যন্ত বাস থেকে ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।