• Valentine’s Day Special: সঙ্গীর খোঁজে অস্থির সীতা, প্রেমিকাকে ছুঁয়ে না দেখার শোকে বিহ্বল আকবরও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • ভালোবাসার দিনে সঙ্গিনী নেই কাছে। তার উপস্থিতি টের পেলেও দেখার সুযোগ নেই। ফল মনখারাপ আকবরের। আর ভালবাসার দিনে নিজের প্রিয়জনের কাছে আসতে না পেরে হতাশ সঙ্গিনী সীতাও। এই পরিস্থিতিতে মুখে কিছুই তুলতে চাইছে না তারা। ভালোবাসার দিনে দুজনের বন্দিদশা মেনে নিতে পারছে না আকবর-সীতা। প্রেমিকযুগল আসলে বেঙ্গল সাফারি পার্কের নতুন দুই অতিথি সিংহ। সোমবার তাদের আনা হয়েছে সুদূর ত্রিপুরার সিপাইজলা চিড়িয়াখানা থেকে। দুজনকেই টানা ২১ দিন রাখা হবে দুটি পৃথক খাঁচায়, কোয়ারেন্টাইনে।  
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)