Viral: দেশি আলোতেই নয়া দিশা, বাইকের হেডলাইটে মোমবাতির এমন ব্যবহার আগে দেখেন নি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বাইকের হেডলাইট কাজ করছে না? চিন্তার দিন শেষ….! বাইকে ‘দেশি আলো’ দিশা দেখাতে পারে আপনাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ক্লিপটি শুধু ইন্টারনেটকেই অবাক করেনি, নেটিজেনদের মনও জয় করেছে। কারণ আপনি আগে কখনও এমন কিছু কল্পনাও করেন নি।