দিল্লিতে কৃষকদের বিক্ষোভের আজ দ্বিতীয় দিন। কৃষকরা আজ আবার দিল্লির উদ্দেশ্যে মিছিল করার চেষ্টা করছেন। সকাল থেকেই বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির সিংগু সীমান্ত। কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দিল্লি সীমান্তে প্রচুর পরিমাণে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।