• আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। বুধবার সকাল ৮টা থেকে আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হল। আর কিছুক্ষণেই মুসলিম দেশের প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সংযুক্ত আরব আমিরশাহি সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নহয়ানের সঙ্গে বৈঠক ছিল মোদির। সফরের দ্বিতীয় দিনে মন্দির উদ্বোধন করবেন তিনি। ২৭ একর জায়গায় তৈরি হয়েছে স্বামীনারায়ণ মন্দির। দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের কাছে আল রভাতে আবু মুরিখা অঞ্চলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ২০১৯ সালে এর ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। যার নির্মাণে খরচ হয়েছে ৮০০ কোটি টাকা। সূত্রের খবর, গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি হয়েছে আবু ধাবির প্রথম হিন্দু মন্দির। রাজস্থান এবং গুজরাটের শিল্পীরা ২৫ হাজার পাথর দিয়ে এটি তৈরি করেছেন। রাজস্থান থেকে নিয়ে যাওয়া হয়েছে গোলাপি বেলেপাথর।
  • Link to this news (আজকাল)