• বোর্ডের বার্ষিক চুক্তি থেকে ছেঁটে ফেলা হবে ঈশান কিষাণকে'...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঈশান কিষাণকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ফিরে আসার পর থেকে একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। মানসিক অবসাদের কারণ দেখিয়ে বিরতি নেওয়ার পর দুবাইয়ে পার্টি করতে দেখা যায় তাঁকে। রাহুল দ্রাবিড় তাঁকে রঞ্জি খেলার পরামর্শ দিলেও তোয়াক্কা করেননি ঈশান। আইপিএলের প্রস্তুতি শুরু করে দেন। শেষপর্যন্ত আগের দিনই ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি খেলার ফতোয়া জারি করে বোর্ড। দক্ষিণ আফ্রিকা সফর ছেড়ে ফিরে আসার পর এখনও পর্যন্ত একটাও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ঈশান। যা ভাল চোখে দেখছে না বোর্ড। শোনা যাচ্ছে, এবার তাঁকে বিসিসিআইয়ের সেন্ট্রাল চুক্তি থেকেও ছেঁটে ফেলা হতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন এক বোর্ড কর্তা। বোর্ডের গ্রেড সি বার্ষিক চুক্তিতে আছেন ঈশান। কিন্তু আগামী দিনেও তাঁকে রাখা হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বোর্ডের এক কর্তা বলেন, "বোর্ডের বার্ষিক চুক্তি নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।" আইপিএল শেষ হলেই টি-২০ বিশ্বকাপ। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে নজর রাখা হবে। আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করতে না পারা দলের প্লেয়ারদের আগেই নিউইয়র্ক পাঠিয়ে দেওয়া হবে। নক আউট পর্বে খেলা দলগুলোর ক্রিকেটাররা আইপিএল শেষ হলে দলের সঙ্গে যোগ দেবে। 
  • Link to this news (আজকাল)