• পুলওয়ামার শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছর আগে আজকের দিনেই সেনার রক্তে ভিজেছিল কাশ্মীর। পাক জঙ্গিদের নাশকতার বলি হয়েছিলেন ভারতের ৪০ জওয়ান। পুলওয়ামাতে ভয়াবহ হামলার পাঁচ বছর কেটে গেলেও দেশবাসীর মনে এখনও দগদগে তার স্মৃতি। সেই দিনের কথা স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করতে এখন সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সেখান থেকেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পুলওয়ামাতে যে বীর জওয়ানরা শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল। দেশের জন্য তাঁদের সেবা ও আত্মত্যাগ সর্বদা মনে রাখব আমরা সকলে।” প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভয়াবহ হামলা হয় ভারতীয় সেনার উপর। আড়াই হাজার সিআরপিএফ জওয়ানকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে সেনার কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এক কাশ্মিরী তরুণ। প্রাণ হারান ৪০ সিআরপিএফ জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
  • Link to this news (আজকাল)