• বহরমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত একই পরিবারের ৩ জন
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বহরমপুর থানার চারাতলা এলাকাতে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তাঁদের সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন ব্যক্তির নাম মহম্মদ হাসানুর রহমান (২৯), স্নেহানুরনেশা ইসলাম (২৬) এবং তাঁদের ছেলে রাহাত রহমান (৫)। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার গোপীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার দুপুরে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ধরে হাসানুর নিজের স্কুটি গাড়ি চালিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সেই সময়েই বহরমপুর থেকে কান্দির দিকে যাওয়ার সময় একটি খালি ডাম্পার সজোরে ওই স্কুটিতে ধাক্কা মারে। ডাম্পার গাড়ির আঘাতে স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার পরই স্থানীয় লোকেরা বহরমপুর-কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান - ঘাতক ডাম্পারটি কোনও নম্বর প্লেট ছিল না এবং সেটি বেপরোয়া গতিতে কান্দির দিকে যাচ্ছিল। স্কুটি চালক ঠিক পথে চললেও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি তাকে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীর অভিযোগ ওই পথ দিয়ে নিয়মিত বেআইনিভাবে মাটি এবং বালি ভর্তি ওভারলোডের ডাম্পার যাতায়াত করে। পুলিশ সব কিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ওভারলোডেড গাড়ির কারণে এলাকাতে একাধিকবার পথ দুর্ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনও সেখানে কোনও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। এই দুর্ঘটনার পর এলাকাতে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং রাস্তাতে "স্পিড ব্রেকার" বসানোর দাবিতে এলাকাবাসী বিক্ষোভ দেখান। বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানান- ইতিমধ্যে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। যদিও তার চালক পলাতক। দুর্ঘটনাতে মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)