• লাভ ইজ ব্লাইন্ড, ভালবাসার অনন্য নজির দৃষ্টিহীন দম্পতি...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: জন্ম থেকেই দৃষ্টিহীন দক্ষিণ বারাসাতের মন্টু। অনিমা জন্মেছিলেন বাকি দশটা মানুষের মতোই সুস্থ হয়ে। সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টি চলে যেতে থাকে অনিমারও। দিনে স্পষ্ট দেখতে পেলেও রাতের অন্ধকারে কিছুই দেখতে পেতেন না অনিমা। মন্টু এবং অনিমা মাঝেরহাট ওয়েলফেয়ার সোসাইটিতে বিশেষ প্রশিক্ষণ নিতেন। সেখান থেকেই আলাপ। লুকিয়ে লুকিয়ে কথা বলা থেকে শুরু করে একইসঙ্গে বাড়ি ফেরা, দুজনের জীবনে প্রথম প্রেমের সূচনা। প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। আজকাল ডট ইনকে মন্টু জানালেন, ৩০ বছর ধরে প্রতিটি মুহূর্তে তিনি পাশে পেয়েছেন স্ত্রী অনিমাকে। অনিমা নিজের হাতে ধরে মন্টুকে সব জায়গায় নিয়ে যান। কখনও একা মনে হয়নি মন্টুর। দুই সন্তান আছে তাঁদের। এক ছেলে, এক মেয়ে। দুজনেই স্বাভাবিক জীবনযাপন করেন। কলেজে পড়াশোনা করছেন দুজনেই। পেশায় তবলা বাদক মন্টু। কোনওরকমভাবে তবলা বাজিয়ে, গান গেয়ে সংসার চালাচ্ছেন এই দম্পতি। এভাবেই বাকি জীবনটা কেটে যাবে সুখে দুঃখে, এটুকুই আশা। ভ্যালেন্টাইনস ডে"তে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা।
  • Link to this news (আজকাল)