• ‌রেশন দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী ...
    আজকাল | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার। এবার ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করল ইডি। প্রসঙ্গত, মঙ্গলবার সল্টলেক সহ কলকাতার একাধিক জায়গায় রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি চালায় ইডি। একটি দল গিয়েছিল সল্টলেকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ওই একই মামলায় ধৃত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করেছে ইডি। ইডি সূত্রে খবর, তল্লাশি চলাকালীন বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। তারপরেই বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নেয় ইডি। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, যে সময় তল্লাশি চলছিল সেই সময় ওই ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। বিমানবন্দর থেকে কার্যত তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গ্রেপ্তার হন তিনি। আজই তাঁকে পেশ করা হবে আদালতে। ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দাসের বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে। সোনার ব্যবসা ছাড়াও এক্সপোর্ট, ইমপোর্ট সংস্থা রয়েছে। ইডির সন্দেহ এই সংস্থার মাধ্যমেই বিপুল পরিমাণ রেশন দুর্নীতির টাকা পাচার হয়েছে বিদেশে।প্রসঙ্গত এই নিয়ে রাজ্যে রেশন দুর্নীতি কাণ্ডে চার জনকে গ্রেপ্তার করল ইডি। তার মধ্যে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাস। 
  • Link to this news (আজকাল)