• 'ধর্ষকদের হয়ে ধর্ষকরাই চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার', সন্দেশখালি-কাণ্ডে BJP
    আজ তক | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • সন্দেশখালিতে মহিলা নির্যাতন অভিযোগের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার দাবি, ধর্ষণদের সরকার শাসিত রাজ্য হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। তিনি বলেন,'বাংলার ধর্ষণকারী সরকার ধর্ষকদের দ্বারা চালিত, ধর্ষকদের হয়ে কাজ করছে।'

    কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে ভাটিয়া বলেন,'সন্দেশখালির মহিলাদের উপরে নির্যাতনের ঘটনা সম্প্রচারিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তার প্রেক্ষিতে গতকাল স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী কেন হিন্দু, আদিবাসী ও পিছিয়ে পড়া জাতির মানুষদের ঘৃণা করেন? আপনার দুষ্কৃতীরা মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, আর আপনি নীরব?'

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন,'সন্দেশখালিতে কমবয়সী বিবাহিত মহিলাদের দিনের পর দিন আটকে রেখেছে ধর্ষণ করেছে শেখ শাহজাহান ও তার বাহিনী, যতক্ষণ না তারা সন্তুষ্ট হত। কিন্তু অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপি কর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও পাথর ছোড়া হয়েছে।'

    বলে রাখি, সন্দেশখালিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি গিয়েছিলেন। এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, ঘটনার তদন্ত হবে। যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানান, যারা দোষী তাদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য মহিলা কমিশন রিপোর্টও দিয়েছে। যাদের জন্য বিক্ষোভ বা যারা হিংসা ছড়িয়েছে তাদের গ্রেফতারও করা হয়েছে।

    সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে হাইকোর্টের পর্যবেক্ষণ, 'প্রথমত, প্রান্তিক মানুষদের জমি দখল করার অভিযোগ উঠেছে সেখানে। দ্বিতীয়ত, সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্বতঃপ্রণোদিত ভাবে আদালত এই মামলা নিচ্ছে। মানুষ রাতে ঘুমোতে যায় মাথার উপর আদালত রয়েছে, এটা ভেবে। এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়।'
  • Link to this news (আজ তক)