• রায়বেরেলির সঙ্গে ২৫ বছরের সম্পর্ক শেষ, এবার রাজস্থানে সোনিয়া
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বুধবার রাজস্থান থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।লোকসভা সাংসদ হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করার পর উচ্চকক্ষে এটি হবে ৭৭ বছর বয়সী নেতার প্রথম মেয়াদ।

    কংগ্রেস জানিয়েছে, দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তাঁর কাগজপত্র জমা দেওয়ার সময় জয়পুরে তাঁর সঙ্গে থাকবেন।সোনিয়া গান্ধী, লোকসভায় রায়বেরেলী থেকে প্রতিনিধিত্ব করেন। তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানানো হয়েছে। তিনি পাঁচবার লোকসভার সাংসদ ছিলেন এবং কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরে ১৯৯৯ সালে প্রথম নির্বাচিত হন।জানা গিয়েছে, ‘তাঁর বুধবার রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে’।১৫টি রাজ্যের রাজ্যসভার মোট ৫৬ জন সদস্য এপ্রিল মাসে অবসর নিচ্ছেন এবং আসনগুলির নির্বাচন ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।কংগ্রেস রাজস্থান থেকে যে তিনটি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে একটিতে জয়লাভ করার জন্য স্বাচ্ছন্দ্যের জায়গায় রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এপ্রিলে ছয় বছরের মেয়াদ শেষ করার পরে এই আসনটি শূন্য হবে।প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরে তিনি গান্ধী পরিবারের দ্বিতীয় সদস্য যিনি রাজ্যসভায় প্রবেশ করবেন। ইন্দিরা গান্ধী ১৯৬৪ সালের অগস্ট থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চকক্ষের সদস্য ছিলেন।দলটি আনুষ্ঠানিকভাবে দ্বিবার্ষিক রাজ্যসভা নির্বাচনের জন্য কোনও প্রার্থী ঘোষণা করেনি।গান্ধী ২০১৯ সালে ঘোষণা করেছিলেন যে এটিই হবে তার শেষ লোকসভা নির্বাচন।জল্পনা চলছে যে তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা রায়বেরিলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।সোনিয়া গান্ধী রাজস্থানকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বেছে নিয়েছিলেন। তেলঙ্গানা বা কর্ণাটকের মতো দক্ষিণ রাজ্য থেকেও কংগ্রেস জয়ের জন্য স্বাচ্ছন্দ্যের জায়গায় রয়েছে। কিন্তু তাঁর রাজস্থানকে বেছে নেওয়া একটি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল, যে কংগ্রেসের প্রথম পরিবার হিন্দি-হার্টল্যান্ডকে ত্যাগ করছে না। 
  • Link to this news (২৪ ঘন্টা)