জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদ নিয়ে মামলা চলছে আদালতে। বসন্তপঞ্চমীর প্রাক্কালে সেই জ্ঞানবাপীতে ঢুকেই পুজো দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। কয়েকদিন আগেই এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিয়েছিল জ্ঞানব্যাপীর বেসমেন্টে যে জায়গাটিকে বলা হয় 'ব্যাস তহখানা'-য় পুজো চলতে পারে।
রাম মন্দিরের মতো জ্ঞানব্যাপীর ক্ষেত্রেও একই দাবি। বলা হচ্ছে মন্দির ভেঙ মসজিদ তৈরি করা হয়েছে। তার নির্দশনও রয়েছে। মসজিদের ওজু খানায়, ফোয়ারায় রয়েছে সেই চিহ্ন। এনিয়েই মামলা উঠছে আদালতে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছে মসজিদে অসম্পূর্ণ লিঙ্গ, নন্দী, হনুমানের অসম্পূর্ণ মূর্তি পাওয়া গিয়েছে। এনিয়ে হওয়া মামলায় মন্দিরের একাংশ পুজোপাঠের অনুমতি দেয় আদালত।বুধবার ভোরে কাশী বিশ্বনাথ মন্দিরে যান আদিত্যনাথ। সেখান থেকে তিনি যান জ্ঞানব্যাপী। সেখানে দর্শন সেরে জ্ঞানব্যাপীর ব্যাস তহখানায় পুজো দেন। ওই তহখানায় বেশ কয়েকটি মূর্তি রয়েছে বলে দাবি বিজেপির। তার মদ্যে একটি মূর্তি হল নন্দীর। সেই মূর্তির সামনে প্রার্থনা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।আগামী ১৯ ফেব্রুারি উত্তর প্রদেশে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। সেই প্রস্তুতি খতিয়ে দেখেন আদিত্যনাথ। উত্তরপ্রেদেশ কেন্দ্র কমপক্ষে বিনিয়োগ করবে ১০ লাখ কোটি টাকা। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়ার পোস্টে আদিত্যনাথ লিখেছেন, উত্তরপ্রদেশ এখন উদ্যোম প্রদেশে পরিণত হয়েছে।