• হাসপাতালে ধুন্ধুমার, পেশেন্টের বাড়ির লোককে মারধরে অভিযুক্ত সিকিউরিটি অফিসার
    ২৪ ঘন্টা | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  • প্রসেনজিৎ মালাকার: পেশেন্ট ভর্তি করতে গিয়ে, সিকিউরিটি অফিসারদের বিরুদ্ধে পেশেন্টের বাড়ির লোকজনকে মারধর করার অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে। ঘটনার ছবি ধরা পরল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মহকুমা হাসপাতাল চত্বরে।বুধবার বোলপুর মহকুমা হাসপাতালে টোটো নিয়ে রোগী ভর্তি করতে যান বেশ কয়েকজন মানুষ। অভিযোগ ইমারজেন্সির সামনে ঢুকতেই সিকিউরিটি অফিসাররা তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে।

    কথা বলতে গেলে মারধর করা হয় পেশেন্টের পরিবারের লোকজনদের। মারধর করা হয় টোটোর চালককেও। পেশেন্টের পরিবারে লোকজনদের অভিযোগ যে সিকিউরিটি কর্মী মারধর করেছে এবং তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। দু’পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়।বেশ কিছুক্ষণ ধরে হাসপাতাল চত্বরে এই উত্তেজনার ছবি ধরা পড়েছে হাসপাতালে সিসিটিভি ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে, নিরাপত্তা কর্মী পেশেন্ট পার্টির লোকজনকে মারধর করছে।ঘটনার পরে, ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানা পুলিস। পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে শুধু ওই রোগী বা রোগীর পরিবারের লোকজনদেরই নয়, হাসপাতালে থাকা অন্যান্য রোগীর পরিবারে লোকেরাও সিকিউরিটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন খারাপ ব্যবহার করার। 
  • Link to this news (২৪ ঘন্টা)