Hrithik Roshan: ক্রাচ হাতে ‘অসুস্থ’ হৃতিক! শক্তি হারাচ্ছেন প্রতিনিয়ত?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
অভিনেতা হৃতিক রোশন
Hrithik Roshan
যাকে শেষবার ‘ফাইটার’ ছবিতে দেখা গিয়েছিল তাকে সোশ্যাল মিডিয়ায় বুধবারের বিকেলে তিনি পোস্ট করলেন নানা কথা। অভিনেতা ক্রাচ ধরে তার একটি ছবি শেয়ার করেছেন এবং কীভাবে তিনি পেশীর যন্ত্রণায় ভুগছেন তা শেয়ার করেছেন। ছবির পাশাপাশি, হৃতিক পুরুষদের ক্রাচ ধরে রাখা বা হুইলচেয়ারে বসতে ঘৃণা পোষণ করার বিষয়ে একটি দীর্ঘ নোটও লিখেছেন, কারণ তারা বিশ্বাস করে যে তারা শক্তিশালী দেখাবে না এবং অন্যরা কী ভাববে সেই নিয়েও মতামত দিলেন অভিনেতা।