Footballer death during the match: ক্রীড়াদুনিয়ায় শোকের ছায়া, ম্যাচ চলাকালীন মাঠেই বজ্রাঘাতে মৃত্যু ফুটবলারের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Footballer death by lightning:
প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই বজ্রাঘাতে মৃত্যু হল এক ফুটবলারের। মাঠে উপস্থিত ক্যামেরা এবং দর্শকদের মোবাইলে সেই দৃশ্য ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ফুটবলারের নাম সেপ্টেইন রাহারজা। বয়স ৩৫ বছর। মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বজ্রাঘাতের পরও ওই ফুটবলার বেঁচে ছিলেন। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়াও হয়। কিন্তু, বাঁচানো যায়নি। কারণ, দেহের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল।