Dating Terms: আপনার প্রেমপর্ব জমে ক্ষীর, নাকি বিস্বাদ হতে যাচ্ছে, জানুন এই সব সংকেতে!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Valentine’s Day:
কেমন যাচ্ছে আপনার ভ্যালেটাইন’স ডে? আপনি কি আপনার ডেটের স্বপ্ন পূরণ করতে পারলেন? নাকি প্রেমদিবসের দিনই পড়লেন বিরাট অস্বস্তিতে? এই সব বলার কারণ, সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম বেশ জটিল হয়ে উঠেছে। তার মধ্যেই অবশ্য অনলাইনে প্রেমের ছড়াছড়ি। কিন্তু, তার কোনগুলো সত্যিই প্রেম, বোঝা ভগবানের বাবারও অসাধ্য। তবে, বিশেষজ্ঞরাও নজর রাখছেন এসবে। চেষ্টা করছেন সঠিক প্রেম কোনটা, তা বোঝার উপায় বের করার।