• বাকিদের রঞ্জি খেলার নির্দেশ, কেন বাদ পড়লেন হার্দিক'
    আজকাল | ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিন আগেই ভারতীয় ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করেছে বিসিসিআই। ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের রাজ্যের হয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈশান কিষাণ সহ অন্যান্যদের রঞ্জি খেলার পরামর্শ দিয়েছে বোর্ড। কিন্তু তারমধ্যে হার্দিক পাণ্ডিয়ার কোনও উল্লেখ নেই। জানা যাচ্ছে, তাঁকে কিছু বলাও হয়নি। কিন্তু কেন এই তালিকা থেকে বাদ পড়লেন হার্দিক? জানা গিয়েছে, এখনই টেস্ট খেলার মতো অবস্থায় নেই তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে ভাবা হচ্ছে। পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁকেই ভাবা হচ্ছে। তাই হার্দিককে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা বলেন, "আমরা সবাই হার্দিকের শারীরিক অবস্থার কথা জানি। বর্তমানে ও টেস্ট খেলার ধকল নিতে পারবে না। সেই পরিশ্রম ও করতে পারবে না। আইসিসি প্রতিযোগিতায় ওকে ফিট চাই। তাই ওকে ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেওয়া হয়নি।" বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন হার্দিক। সরাসরি আইপিএলেই মাঠে ফিরবেন। তবে বাকিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রাজ্যের হয়ে না খেলে আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে। রাজ্য দল তাঁদের সঙ্গে যোগাযোগ করলে জানানো হচ্ছে, তাঁরা ফিজিওর সঙ্গে ট্রেনিংয়ে ব্যস্ত। এটা বন্ধ করার জন্যই ফতোয়া জারি করেছে বোর্ড। 
  • Link to this news (আজকাল)